১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৬

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম আবদুল জব্বার মিয়া (৪০)। রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক রেজাউল ইসলাম বলেন, সকাল সাড়ে সাতটার দিকে তেজগাঁও রেলস্টেশনের ১০ গজ দূরে রেললাইন ধরে হাঁটছিলেন আবদুল জব্বার মিয়া। তখন একটি ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দুপুর সোয়া দুইটার দিকে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়।

নিহত আবদুল জব্বার মিয়া রাজধানীর তেজগাঁও রেললাইন বস্তির পশ্চিম পাশে থাকতেন। তিনি একটি রিকশার গ্যারেজের মিস্ত্রির কাজ করতেন। আবদুল জব্বার মিয়া জামালপুরের দেওয়ানগঞ্জ থানার সারিঘাট গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে। এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এনএইচ

প্রকাশ :অক্টোবর ১৫, ২০১৭ ৩:৪০ অপরাহ্ণ