নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়ার সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈদ্যানথপুরে ডাকাতীর প্রস্তুতিকালে পুলিশের অভিযানে ৪ ডাকাত আটক হয়েছে। এ সময় একটি দেশীয় বন্দুক, একটি দেশীয় পাইপগান, একটি শার্টারগান, ৫ রাউন্ডগুলি, বোমা ও হাসুয়া উদ্ধার করে পুলিশ।
আটকৃত ডাকাত দলের সদস্যরা হলো-কুষ্টিয়ার মিরপুর উপজেলার রাজনগর গ্রামের মেজবাউলের ছেলে আক্তারুল ইসলাম(২৯), একই এলাকার কাকিলাদহ গ্রামের সোহরাব গিরির ছেলে হাসনাত গিরি (২১), মেহেরপুরের গাংনীর ভোলাডাঙ্গা গ্রামের ইব্রাহিমের ছেলে রাজ শেখ (২৭) ও কুষ্টিয়ার দৌলতপুরে খালিশাকুন্ডি গ্রামের গমার ছেলে আশিকুর রহমান আশিক(২০)। কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদী হাসান রবিবার দুপুরে প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে তথ্যটি জানিয়েছেন।
পুলিশ সুপার জানিয়েছেন, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একদল ডাকাত দল অস্ত্র বহন করে ঝাউদিয়াসহ ওই এলাকার বিভিন্ন দোকান ডাকাতীর প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে মিরপুর-ভেড়ামারা সার্কেল এসপি নুর এ আলম সিদ্দিকীর নেতৃত্বে একটি অভিযানিক দল চারদিক থেকে ঘেড়াও করে আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য আক্তারুল ইসলাম, হাসনাত গিরি, রাজ শেখ ও আশিকুর রহমান আশিককে আটক করে। পরে তাদের কাছ থেকে একটি দেশীয় বন্দুক, দেশীয় পাইপগান, শার্টারগান, ৫ রাউন্ডগুলি, ২ বোমা ও ২টি হাসুয়া উদ্ধার করে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
দৈনিক দেশজনতা /এনএইচ