২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:৪৩

বিএনপির ১০৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক:

বরিশালে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। কোতয়ালী মডেল থানার এসআই সাইদুল বাদী হয়ে আটক ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মীর জাহিদুল কবিরকে প্রধান আসামি করে গত শনিবার রাতে এই মামলা দায়ের করেন। মামলায় বিএনপি’র ২৭ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা ৭০/৮০জনকে আসামি করা হয়েছে।

স্বাভাবিক জনজীবন ব্যহত করা, ভাংচুর, সরকারী সম্পদের ক্ষতির চেষ্টা, পুলিশের সরকারি কাজে বাধা এবং পুলিশ সদস্যদের উপর হামলার অভিযোগ করা হয়েছে মামলায়। থানার এসআই মশিউরকে এই মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গত শনিবার সকালে নগরীর সদর রোডে বিক্ষোভ মিছিল-সমাবেশের আয়োজন করে জেলা ও মহানগর বিএনপি।

সমাবেশের অনুমতি থাকলেও মিছিলের অনুমতি ছিল না তাদের। এ অবস্থায় বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে সমাবেশে যোগ দিতে আসা নেতৃবৃন্দকে সদর রোডে বাধা দেয় পুলিশ। বাধা উপেক্ষা করে মিছিল করার চেষ্টা চালালে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশের লাঠিচার্জে বিএনপি’র অন্তত ১৫জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে নগরীর ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মীর জাহিদুল কবির সহ ৮জনকে আটক করে।

দৈনিক দেশজনতা /এনএইচ

প্রকাশ :অক্টোবর ১৫, ২০১৭ ৩:৩৭ অপরাহ্ণ