আন্তর্জাতিক ডেস্ক:
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে শনিবার এক বিস্ফোরণে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৫ জন। রাস্তার উপর রাখা বিস্ফোরকে ঠাসা একটি ট্রাককে বোমা হিসেবে ব্যবহার করা হয়।
পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা ক্যাপ্টেন মোহম্মদ হুসেন দাবি করেন, গত কয়েক বছরের মধ্যে এত শক্তিশালী বিস্ফোরণ হয়নি। রাজধানীর ব্যস্ত রাস্তার উপর একটি হোটেলকে লক্ষ্য করে এই হামলা হয়।
বিস্ফোরণের তীব্রতায় সাফারি নামের ওই হোটেলটির একাংশ ভেঙে পড়ে। সেই ধ্বংসস্তূপের মধ্য থেকে অনেককেই নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। এর মধ্যে ১৫ জন গুরুতর আহত হয়েছেন। এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে বিবিসি। তবে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যে হোটেলের সামনে শনিবার এই বিস্ফোরণ ঘটেছে, তার পাশেই রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর। ঘটনার পরপরই গোটা চত্বর ঘিরে ফেলে পুলিশ। সোমালিয়ার কট্টরপন্থী সংগঠন আল-শাবাব সম্প্রতি দেশের মধ্য ও দক্ষিণের সেনাক্যাম্পে হামলা চালানোয় এবারও সন্দেহের তালিকায় রয়েছে। তবে, শনিবারের বিস্ফোরণের দায় তারা নেয়নি।
দৈনিক দেশজনতা /এনএইচ