আন্তর্জাতিক ডেস্ক:
আমেরিকার লাস ভেগাসের পর এবার হামলার ঘটনা ঘটলো ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়। ঘটনায় এখন পর্যন্ত একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। নিরাপত্তার কারণে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় তালাবন্ধ করে রেখেছে পুলিশ। টুইট করে স্থানীয় বাসিন্দাদের ওই এলাকাটি এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে ভার্জিনিয়া বিশ্ববিদ্যাল কর্তৃপক্ষ।
শনিবার বাড়ি ফেরার প্রস্তুতিতে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ব্যস্ত ছিলেন। রাতে বিশ্ববিদ্যালয় চত্বরে একটি কনসার্টের আয়োজন করা হয়েছিল। কিন্তু, আচমকাই ছন্দপতন। বিশ্ববিদ্যালয় চত্বরে চলল গুলি। মার্কিন পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় চত্বরে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চলে। তড়িঘড়ি গুলিবিদ্ধ ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থায় আশঙ্কাজনক। ঘটনায় ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, গত ২ অক্টোবর আমেরিকার ইতিহাসে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে লাস লাস ভেগাসে। শহরের একটি ক্যাসিনোতে কনসার্ট চলাকালীন এলোপাথারি গুলি চালায় স্টিফেন প্যাডক নামে এক ব্যক্তি। ৫৯ জন প্রাণ হারান। আহত পঞ্চাশের বেশি জন আহত হন।
দৈনিকদেশজনতা/ আই সি