১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৬

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বগতিকদের বিপক্ষে টেস্টে সিরিজে লজ্জাজনক হারের পর ওয়ানডে সিরিজে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। কিম্বার্লির ডায়মন্ড ওভাল মাঠে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

প্রোটিয়াদের বিপক্ষে লাল-সবুজের জার্সিতে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। এ ব্যাপারে শনিবার সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রক্ষণাত্মক ক্রিকেট খেলার প্রশ্নই উঠে না। যদি এমন ভাবনা থাকে, নিজেদের দিনে আমরা ওদের হারাতে পারব, আমার মনে হয় তাহলে আমরা সুযোগই পাব না। ব্যাটিং-বোলিং যাই করি এখান থেকে বের হয়ে আসার একমাত্র পথ হচ্ছে আক্রমণাত্মক ক্রিকেট খেলা। উপমহাদেশের সব দলের জন্য দক্ষিণ আফ্রিকা কঠিন জায়গা। আমরা এখান থেকে বের হতে পারি একমাত্র আক্রমণাত্মক ক্রিকেট খেলে।

অন্যদিকে এই ম্যাচের সাফল্য নিয়ে আশাবাদী নাসির বলেন, ‘আমার বিশ্বাস ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াবই। হয়তো প্রস্তুতি ম্যাচে আমরা খুব একটা ভালো করিনি। কিন্তু সে ম্যাচটিতে খেলা আমাদের খুবই কাজে এসেছে। ব্যাটসম্যান, বোলাররা উইকেট সম্পর্কে একটা ধারণা পেয়েছে। তা ছাড়া খেলোয়াড়দের আত্মবিশ্বাসও বেড়েছে। ’

দৈনিক দেশজনতা /এনএইচ

প্রকাশ :অক্টোবর ১৫, ২০১৭ ১:৫২ অপরাহ্ণ