১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২১

ফুজিফিল্মের নতুন মিররলেস ক্যামেরা

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক:

নতুন একটি ক্যামেরা আনলো জাপানের ইমেজিং পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ফুজিফিল্ম। ক্যামেরাটির মডেল ফুজিফিল্ম এক্স-ইথ্রি। এটি মিরলেস ক্যামেরা। এতে  ২৪.৩ মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে

ক্যামেরাটিতে এপিএস-সি আকৃতির এক্স-ট্রান্স সিমস থ্রি সেন্সর রয়েছে। সঙ্গে আছে এক্স-প্রসেসর প্রো-ইমেজ প্রসেসিং ইঞ্জিন।

এক্স সিরিজের সর্বাধুনিক ক্যামেরা এটি।

প্রিমিয়াম সিরিজের এই ক্যামেরাটি কালো ও রুপালি রঙে পাওয়া যাবে। ভারতের বাজারে ক্যামেরাটির বডির মূল্য ৭০ হাজার ৯৯৯ রুপি।

ফুজিফিল্ম জানিয়েছে, ২০১৯ সালের মধ্যে ক্যামেরা বাজার দখল নিতে চায়। এজন্য প্রিমিয়াম সিরিজের মিররলেস ক্যামেরা বাজারে ছাড়া হচ্ছে।

প্রতিষ্ঠানটি ২০১১ সালে এক্স সিরিজের ক্যামেরা বাজারে ছাড়ে। এটি তাদের জনপ্রিয় একটি সিরিজ।

প্রকাশ :অক্টোবর ১৪, ২০১৭ ৮:৩৬ অপরাহ্ণ