স্পোর্টস ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট বাজেভাবে হারে বাংলাদেশ। সেই ক্ষত নিয়ে রবিবার ওয়ানডে মিশনে নামবে টিম টাইগার্স। সাদা পোশাকে না পারলেও রঙিন পোশাকে রঙিন আশাই করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া লাউঞ্জে সংবাদ মাধ্যমকে আকরাম খান বলেন, ‘টেস্টের তুলনায় এখন আমাদের দলের অবস্থা অনেক ভালো। কারণ মাশরাফি, সাকিব দলের সাথে যোগ দিয়েছে। বেশ ফুরফুরে টাইগার শিবির।’
‘সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক, রিয়াদ এরা সবাই অভিজ্ঞ এবং খুবই ইতিবাচক ক্রিকেট খেলে। ওদেরকে মিস করাই আমাদের জন্য সমস্যা। পুরো দল নিয়ে নামতে পারলে আমার মনে হয় আমাদের শক্তি অনেক বেড়ে যাবে এবং দলও ইতিবাচক ক্রিকেট খেলবে।’মন্তব্য আকরামের।
অতীত স্মৃতি রোমন্থ করে আকরাম খান বলেন, ‘ওখানে আমরা খেলেছি। তখন ফ্ল্যাট উইকেট ছিল। এখনও যদি তেমন উইকেট হয়, তবে আমাদের ছেলেরা বেশ ভাল করবে।’
কিম্বার্লিতে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে রবিবার স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। সরাসরি দেখাবে গাজী টিভি।