১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪২

সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক:

তিন মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ করেছে একই মালিকানাধীন দুইটি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা শিমরাইল-আদমজী ইপিজেড সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে। এতে শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে শিল্প পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে শ্রমিক ইলিয়াস (২৫) জুয়েল (২০), বিলকিছ (২৬), সখিনা (২৬), জাহানারা (২৮), রাজিয়া (২৮) ও হেলেনা আক্তারসহ (২৭) কমপক্ষে ১৫ জন শ্রমিক আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুস সাত্তার মিয়া জানান, সিদ্ধিরগঞ্জের ৫ নং ওয়ার্ডের সাইলো এলাবাকায় দু’টি পোশাক কারখানার প্রায় ১ হাজার ৫০০ শ্রমিকের ৩ মাসের বেতন ভাতা বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে নানা টালবাহানা করছিল বলে অভিযোগ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। সকালে শ্রমিকরা পাওনা আদায়ের দাবিতে শিমরাইল-আদমজী ইপিজেড সড়কের সিদ্ধিরগঞ্জের সাইলোড এলাকায় বিক্ষোভ করতে থাকে। এসময় তারা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখে। খবর পেয়ে আদমজী ইপিজেডে অবস্থানরত শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমকিদের সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এসময় পুলিশের উপর শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়। পরে ওসি আব্দুস সাত্তার মিয়ার মধ্যস্থতায় উভয় পক্ষের সাথে আলোচনা করে আগামীকাল রবিবার, ১৯ অক্টোবর ও ২৩ অক্টোবর তারিখে পর্যায়ক্রমে তিন মাসের বেতন ভাতা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ১৪, ২০১৭ ২:২৩ অপরাহ্ণ