১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৩

বৃষ্টিতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক:

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে ভারতের জয়ের পর দ্বিতীয় ম্যাচে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। তাই শেষ ম্যাচটি পরিণত হয়েছিল অলিখিত ফাইনালে। তবে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে গেছে। ফলে তিন ম্যাচের সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়।

হায়দরাবাদে টানা দুই সপ্তাহের বেশি বৃষ্টি হওয়ায় ম্যাচটি মাঠে গড়াতে পারেনি। রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ডসম্যানরা ম্যাচটির জন্য কম চেষ্টা করেননি। ভেজা স্থানগুলোতে বালি দিয়ে মাঠ খেলার উপযুক্ত করার চেষ্টা করেন। কিন্তু মাঠ খেলার অনুপযুক্ত থাকায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে আম্পায়ার।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ১৪, ২০১৭ ১২:৪৩ অপরাহ্ণ