১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৪

ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যায় যুবলীগকর্মী গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাস রুবেলকে (২৫) বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় যুবলীগকর্মী মুক্তা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে শহরের বড়ফুল এলাকায় বাস কাউন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়। সদরঘাট থানার ওসি মর্জিনা আক্তার জানান, সকালে শহরের বড়ফুল এলাকা থেকে নগর পুলিশ যুবলীগকর্মী মুক্তারকে গ্রেফতার করেছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
এর আগে শুক্রবার সকালে নগরীর দক্ষিণ নালাপাড়া এলাকার বাড়ি থেকে সুদীপ্তকে ডেকে নিয়ে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় বাসার পেছনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এসময় সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওইদিন রাতেই সদরঘাট থানায় একটি মামলা করেন নিহতের বাবা বাবুল বিশ্বাস। এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজন যুবককে মামলার আসামি করা হয়েছে।
নিহত সুদীপ্ত বিশ্বাস প্রায় এক বছর আগে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতকোত্তার শেষ করেছিলেন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :অক্টোবর ১৪, ২০১৭ ১০:৫৬ পূর্বাহ্ণ