স্পোর্টস ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে হঠাৎ করে বিশ্রাম চান সাকিব আল হাসান। মিলেও যাও। আরও পাঁচ ছয় বছর খেলার লক্ষ্যে শারীরিক ক্লান্তি কাটাতেই এ বিশ্রাম চান তিনি। আর সিরিজের এ সময়ের বিশ্রামটা যে ভালো ভাবেই কাজে লেগেছে তার প্রমাণ রাখলেন প্রস্তুতি ম্যাচে ফিরেই। বৃহস্পতিবার ব্লমফন্টেইনে বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতার দিনে দারুণ খেলছেন তিনি। এর মধ্যেই তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। তার ব্যাটে চড়েই লড়াইয়ের পুঁজি সংগ্রহের পথে আছে টাইগাররা।
এই ওয়ানডে প্রস্তুতি ম্যাচে ৬১ রানে দলের তৃতীয় উইকেট হিসেবে লিটন কুমার দাস আউট হওয়ার পর উইকেটে আসেন সাকিব। এরপর স্কোরবোর্ডে আর ২ রান যোগ করতেই আউট হয়ে যান মুশফিকুর রহীম। দলের এমন বিপর্যয়ে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে দলের হাল ধরেন সাকিব। গড়েন ৫৭ রানের জুটি। এরপর দলীয় ১২০ রানে উইয়ান মালডারের বলে মাহমুদউল্লাহ আউট হলেও সাকিব ব্যাটিং করছেন দৃঢ়তার সঙ্গেই। এখন পর্যন্ত উইকেটে আছেন ৬৪ রানে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান। সাব্বির রহমান উইকেটে আছেন ৩৮ রান নিয়ে।
এর আগে ৩১ রানের ওপেনিং জুটি গড়ার পর রবি ফ্রাইলিংকের করা সপ্তম ওভারের প্রথম দুই বলে আউট হন দুই ওপেনার ইমরুল কায়েস ও সৌম্য সরকার। দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত জ্বলে ওঠেনি সৌম্য সরকারের ব্যাট। একই অবস্থা ইমরুল কায়েসেরও। সেট হয়ে আউট হচ্ছেন প্রতি নিয়ত। বৃহস্পতিবার ব্লমফন্টেইনের প্রস্তুতি ম্যাচেও এর ব্যতিক্রম হয়নি।
দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে শুরুটা সাবধানেই করেছে বাংলাদেশ। দুই ওপেনার ইমরুল কায়েস ও সৌম্য সরকার দেখে-শুনেই ব্যাট চালাচ্ছিলেন। তবে এবারও বড় জুটি গড়তে পারেননি করতে পারেনি। দলীয় ৩১ রানে ফ্রাইলিংকের বলে মালুসি সিবোটোর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সৌম্য (৩)। আর পরের বলেই উইকেটরক্ষক ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ইমরুল কায়েস। আউট হওয়ার আগে ৩৪ বলে ২৭ রান করেন তিনি।
দলীয় ৩১ রানেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। চাপে থাকা দল তাকিয়ে ছিল দলের দুই উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহীম ও লিটন কুমার দাসের ব্যাটের দিকেই। কিন্তু তারাও হতাশ করেছেন টাইগারদের। ৩০ রানের জুটি গড়ার পর আউট হন লিটন। স্কোরবোর্ডে আরো ২ রান যোগ করতেই আউট হয়েছেন সেট ব্যাটসম্যান মুশফিকও। ১৩ বল খেলে ৮ রান করে মালুসি সিবোটোর বলে উইকেটরক্ষক হেনরিক ক্লাসেনের তালুবন্দি হন লিটন। আর অ্যারন ফাঙ্গিসোর বলে খায়া জন্ডোর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন মুশফিক। আউট হওয়ার আগে করেন ২২ রান।
দৈনিক দেশজনতা/এন এইচ