১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৭

বগুড়ায় পৃথক দুটি অভিযানে আটক ৪

বগুড়া প্রতিবেদক:
বগুড়ার শেরপুরে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ ৪জনকে আটক করা হয়েছে। এরমধ্যে ১৫০ কেজি গাঁজাসহ ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। আর ৯০০পিস ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানা গেছে।
গাঁজাসহ আটকরা হলো- লক্ষ্মীপুরের রামগঞ্জের কামাল হোসেনের ছেলে ট্রাক চালক সোহাগ হোসেন (২৯) ও হেলপার একই এলাকার মৃত ওয়াহেদুর রহমানের ছেলে হারুনুর রশিদ (২৫)। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর কলেজ রোড এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক বুলবুল ইসলাম জানান, কুমিল্লা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা ফার্নিচার বোঝাই ট্রাক পথিমধ্যে আটক করে পুলিশ । ট্রাকটি তল্লাশি করে ১৫০ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার সকালে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা উপজেলার কৃষ্ণপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। তাদের কাছ থেকে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তারা হলেন- কৃষ্ণপুর গ্রামের মৃত ইউসুফ আলী সরকারের ছেলে আকতার হোসেন সরকার (৪৭) ও সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার সলঙ্গারচর ভরমোহনী উত্তরপাড়ার মৃত ইয়াসিন আলী প্রামানিকের ছেলে আক্তার হোসেন প্রামানিক (৩৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক শাহ জালাল খান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন।
দৈনিক দেশজনতা /এন আর
প্রকাশ :অক্টোবর ১২, ২০১৭ ৫:২১ অপরাহ্ণ