১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৭

প্রধান বিচারপতির বিদেশ যেতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক:

চিকিৎসার জন্য প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিদেশ যাওয়ার আবেদনের (জিও) পরিপ্রেক্ষিতে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। এর ফলে বিদেশ যেতে প্রধান বিচারপতির আর কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার সকাল ১১টায় এই প্রজ্ঞাপন জারি করা হয় বলে জানিয়েছেন আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।

এর আগে গতকাল বুধবার ওই জিও লেটারে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রী। এরপর নিয়ম অনুসারে আজ সেই আবেদনের প্রেক্ষিতে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

প্রসঙ্গত, ২ অক্টোবর থেকে এক মাসের ছুটিতে আছেন প্রধান বিচারপতি। মঙ্গলবার তিনি বিদেশ যাবেন বলে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত বিদেশে থাকতে চান বলে জানিয়েছেন।

প্রধান বিচারপতির বড় মেয়ে সূচনা সিনহা দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। সেখানেই প্রধান বিচারপতি সস্ত্রীক অবস্থান করবেন বলে জানা গেছে। তার আরেক মেয়ে কানাডায় থাকেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ১২, ২০১৭ ১২:৪৮ অপরাহ্ণ