১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৬

তামিম-সারোয়ার গ্রুপের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে জেএমবির তামিম-সারোয়ার গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। তারা হলেন ইসমাঈল ও মামুন। বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হলেও গ্রেপ্তারদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি। গ্রেপ্তারদের মধ্যে একজনকে নারায়ণগঞ্জের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হবে। আর অন্যজনের বিরুদ্ধে তদন্ত চলছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ১২, ২০১৭ ১২:৪৪ অপরাহ্ণ