১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০২

ক্যালিফোর্নিয়ায় দাবানলে নিহত ১৭,নিখোঁজ ১৫৫

 আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলের কারণে ১৫৫ জন নিখোঁজ রয়েছে। রবিবার থেকে শুরু হওয়া দাবানলে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, এছাড়া প্রায় ২ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে।
নিহতদের ১১ জন উত্তর ক্যালিফোর্নিয়ার সোনোমা কাউন্টির বাসিন্দা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সান্টা রোসা শহর যেখানে পুরো এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। সোনোমা কাউন্টির শেরিফের কার্যালয় জানিয়েছে, ১৫৫ জন দাবানলে নিখোঁজ রয়েছে। তবে এটা বিশৃঙ্খলভাবে মানুষ আক্রান্ত এলাকা থেকে সরে যাওয়ার কারণেও হয়ে থাকতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, অন্তত ১৭টি অগ্নিপিণ্ড ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে এক লাখ ১৫ হাজার একর জায়গা ছেয়ে ফেলেছে। রোববার গরম, শুষ্ক আবহাওয়ায় প্রচণ্ড বাতাসে দাবানলের সূত্রপাত হয়েছিল।

সোনোমা কাউন্টির আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা শেরিফের কার্যালয় থেকে জানানো হয়, এই এলাকায় ১৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় নিখোঁজ হয়েছেন ১৫৫ জন।

তিন দিন ধরে টানা দাবানল পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যায় মঙ্গলবার। ওই দিন অপেক্ষাকৃত শীতল আবহাওয়া ও মৃদু বাতাসের ফলে ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ করা কিছুটা সহজ হয়ে যায়। এর পরও তাঁরা বাড়িঘর, মদের ক্ষেত্র ও অন্যান্য স্থাপনা ঝুঁকিতে আছে বলে সতর্ক করে দেন।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :অক্টোবর ১১, ২০১৭ ৭:১৯ অপরাহ্ণ