১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৫০

ঘুষ নেওয়ার সময় ভূমি কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

হটলাইনে অভিযোগ পেয়ে ঘুষ নেওয়ার সময় কুমিল্লার নাঙ্গলকোটের ভাংগুড্ডা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. আবুল হোসেনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচায্য।

তিনি বলেন, তার বিরুদ্ধে দুদকের হটলাইন ১০৬ নম্বরে জমি নামজারি কাজে ঘুষ নেওয়ার অভিযোগ করেন মো. নশিউল হক নামে স্থানীয় একজন। এরপর নাঙ্গলকোর্টের ভাংগুড্ডা ভূমি অফিসে অভিযান চালানো হয়।“অভিযোগকারী নশিউল হকের কাছ থেকে জমি নামজারি করতে চার হাজার টাকা ঘুষ নেওয়ার সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।”

দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবু সাঈদ ও কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বে সাত সদস্যের দল ওই অভিযান পরিচালনা করে বলে জানান প্রণব কুমার।
তিনি বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল হোসেনের বিরুদ্ধে মামলা করবে দুদক।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ১১, ২০১৭ ৬:৫৬ অপরাহ্ণ