১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৯

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান শাহিনুর ইসলাম

নিজস্ব প্রতিবেদক:

বিচারপতি শাহিনুর ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্য দুইজন বিচারপতিকে ট্রাইব্যুনালের নতুন সদস্য করা হয়েছে। এরা হচ্ছেন, বিচারপতি আমির হোসেন ও বিচারপতি আবু আহমেদ জমাদার।

বুধবার আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। আইনসচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক এ সংক্রান্ত প্রজ্ঞাপনে (রাষ্ট্রপতির আদেশক্রমে) স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মোঃ সোহরাওয়ারদী ট্রাইব্যুনাল থেকে হাইকোর্ট বিভাগে প্রত্যাবর্তন করার অভিপ্রায় করায় তিনি সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে প্রত্যাবর্তন করবেন।

অবশ্য আজ দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেছিলেন, বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। আইনমন্ত্রীর এমন বক্তব্যের পরপরই বুধবার এ প্রজ্ঞাপন জারি করা হলো।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ১১, ২০১৭ ৬:৫২ অপরাহ্ণ