নিজস্ব প্রতিবেদক:
নাফ নদ সাঁতরিয়ে বাংলাদেশ ঢুকে পড়লেন ১১ রোহিঙ্গা। বুধবার সকাল সাড়ে ৯টায় তারা মিয়ানমার নাইক্ষ্যংদিয়া নাফ নদ সীমান্ত থেকে বাংলাদেশে ঢুকতে জীবনের ঝুঁকি নিয়ে নাফ নদে ঝাঁপ দেন। প্রায় এক ঘন্টা নাফ নদে সাঁতার কেটে তারা বাংলাদেশ সীমান্তের কাছাকাছি পৌঁছলে নাফ নদে টহলরত কোস্ট গার্ড তাদের উদ্ধার করে শাহপরীর দ্বীপ জেটিতে নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফট্যান্ট কমান্ডার জাফর ইমাম সজীব বলেন, মিয়ানমার থেকে ১১ রোহিঙ্গা যুবক সাঁতার কেটে নাফ নদের শাহপরীর দ্বীপ জেটির দিকে অগ্রসর হলে নাফ নদে টহলরত কোস্টগার্ডের দৃষ্টিগোচর হয়।
নদে টহলরত কোস্ট গার্ড সদস্যরা দ্রুত তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করে কূলে নিয়ে আসে এবং রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণের জন্য স্থানীয় বিজিবির কাছে হস্তান্তর করে।
শাহপরীর দ্বীপের বাসিন্দা ও সাবেক ইউপি মেম্বার আব্দুস সালাম বলেন, বুধবার সকালে আমরা নাফ নদে কয়েকজনকে সাঁতার কাটতে লক্ষ দেখি। তারা সবাই সাঁতরে বাংলাদেশের দিকে আসছিলো।
দৈনিক দেশজনতা /এমএইচ