১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৮

দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ ও নড়াইল জেলার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার পোদ্দারের চর গ্রামে এ সংঘর্ষ হয়। জানা গেছে, সদর উপজেলার পোদ্দারের চর গ্রামের কাবুল সিকদারের (১৪) সাথে নড়াইলের কালিয়া উপজেলার চর সিংগাতি গ্রামের আলামিন শেখের মোবাইল ফোন নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ নিয়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন।

আহতদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার জাকারিয়া সেখ (৬০) নামে এক বৃদ্ধের অবস্থা আশংকাজনক। তাকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে গোপালগঞ্জ সদর থানার পুলিশ ও কালিয়া উপজেলার নড়াগাতি থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এখন পরিস্থিতি শান্ত। মামলা হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ১১, ২০১৭ ৩:১৯ অপরাহ্ণ