২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৪০

ম্যারাথনে অংশ নিয়ে মারা গেলেন তিউনিসিয়ার স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

ক্যান্সার আক্রান্তদের সহায়তার জন্য অর্থ তুলতে ম্যারাথনে অংশ নিয়েছিলেন তিউনিসিয়ার স্বাস্থ্যমন্ত্রী স্লিম চাক (৫৬)। কিন্তু ম্যারাথন দৌড় শুরুর পর হার্ট অ্যাটাকে মৃত্যুরবণ করেন তিনি।

প্রায় ৫০০ মিটার দৌড়ানোর পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার ডাক্তার তাতে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যুর পর তিউনিসিয়ার প্রধানমন্ত্রী এক শোক বার্তায় বলেন, ‘ভাই এবং সহকর্মীকে’ হারিয়েছি। একটি মহৎ মানবিক কাজ করার সময় তিনি মৃত্যু বরণ করেন।

শিশুদের জন একটি ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার জন্য অর্থ জোগাড় করতে এ ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল। গতমাসে মন্ত্রী পরিষদে পরিবর্তনের মাধ্যমে স্লিম চাককে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছিল। সাবেক এ ব্যাংকার এক সময় অর্থ মন্ত্রণালয় এবং ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :অক্টোবর ১০, ২০১৭ ৬:৪৫ অপরাহ্ণ