১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৬

জামায়াতের আমির-সেক্রেটারিসহ ৮ নেতার ১০ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেলসহ আট নেতাকর্মীর প্রত্যেকের বিরুদ্ধে দুই মামলায় পাঁচদিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবী রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার পরিদর্শক মো. সাজু মিঞা দুই মামলায় প্রত্যেকের বিরুদ্ধে ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড আবেদন করেন।
আদালত শুনানি শেষে ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর কদমতলী থানায় গত মাসের ২৪ তারিখ দায়ের করা ৭০ ও ৭১নং মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার বিকেলে আদালতে পাঠান হয়।

বিষয়টি নিশ্চিত করেন কদমতলী থানার ওসি আব্দুল জলিল বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়ের করা দুই মামলায় তাদের গ্রেফতার দেখান হয়েছে।

রাজধানী উত্তরার ৬ নম্বর সেক্টরের একটি বাসা থেকে গতকাল সোমবার রাত ৯টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে জামায়াত নেতাদের আটক করে।

আটকৃতরা হলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির মকবুল আহমাদ, নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান, চট্টগ্রাম মহানগর আমির মোহাম্মদ শাজাহান, সেক্রেটারি নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির জাফর সাদেক, সেক্রেটারি জেনারেলের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম ও বাসার মালিক সাইফুল ইসলাম।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :অক্টোবর ১০, ২০১৭ ৭:০৭ অপরাহ্ণ