২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৪০

৪ ঘণ্টা পর লেবার পার্টির চেয়ারম্যানসহ তিন নেতা মুক্ত

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরী থেকে ২০-দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ তিন নেতাকে চার ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। তবে ছাত্রদল ও যুবদলের আট কর্মী এখনো আটক রয়েছেন।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে লেবার পার্টির তিন নেতাকে ছেড়ে দেয় পুলিশ।

এর আগে সকাল থেকে চট্টগ্রাম প্রেসক্লাবে লেবার পার্টির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘রুখো আগ্রাসন, হটাও দুঃশাসন’ শীর্ষক প্রতিনিধি সম্মেলন হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুর ১২টার দিকে সভা শেষে রিজভী ও লেবার পার্টির নেতারা প্রেসক্লাব মিলনায়তন থেকে বের হন।

রিজভী গাড়িতে উঠতে পারলেও পুলিশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ভাইস চেয়ারম্যান ফরিদ উদ্দিন, ভাইস চেয়ারম্যান ও সিলেট মহানগর লেবার পার্টির সভাপতি মাহমুদুর রহমান খালেককে টেনে-হিচড়ে তাদের গাড়িতে উঠায়।

পুলিশের গাড়িতে বসে ডা. ইরান হাত উঁচিয়ে সাংবাদিকদের বলেন, ‘আগামী কালকে হরতাল। চট্টগ্রামে আগামী কালকে সকাল-সন্ধ্যা হরতাল।’

এরপর লেবার পার্টির তিন নেতাকে নিয়ে যায় পুলিশ। বিকেল ৪টার দিকে পুলিশ তাদের ছেড়ে দেয়।এর আগে প্রেসক্লাব ও আশপাশের এলাকায় পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) বিপুল সদস্য মোতায়েন করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, অনুমতি ছাড়া সভার আয়োজন ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে লেবার পার্টির তিন নেতাকে আটক করা হয়েছিল। পরে তারা দুঃখ প্রকাশ করলে বিকেল ৪টার দিকে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ১০, ২০১৭ ৫:৫২ অপরাহ্ণ