স্পোর্টস ডেস্ক:
আফগানিস্তান ক্রিকেট দলের অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ও কোচ ডিন জোন্স।সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন জোন্স।
হংকংয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ টুর্নামেন্ট নিয়ে যাত্রা শুরু করবেন জোন্স। ২০ অক্টোবর থেকে টুর্নামেন্টটি শুরু হবে।মূলত এ প্রতিযোগিতার জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।২০১৫ সালের অক্টোবরের পর থেকে দুজন কোচ পেয়েছে আফগানিস্তানের ক্রিকেটাররা। তৃতীয় কোচ হিসেবে জোন্সকে পেল ।
এর আগে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হককে কোচ হিসেবে পেয়েছিল আফগানিস্তান। ইনজামাম দায়িত্ব ছেড়ে যোগ দেন পাকিস্তান ক্রিকেট বোর্ডে। জাতীয় দলের নির্বাচক পদে দায়িত্ব পালন করছেন ইনজামাম।এরপর ভারতের লালচাঁন্দ রাজপুতকে নিয়োগ দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। চলতি বছরের আগস্টের পর তার সঙ্গে আর চুক্তি বাড়ায়নি বোর্ড।
দৈনিক দেশজনতা /এন আর