নিজস্ব প্রতিবেদক:
প্রধান বিচারপতি এস কে সিনহা বিদেশে যাওয়ার জন্য অনুমতি চেয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে অবহিত করে একটি চিঠি দিয়েছেন। ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ছুটি চেয়ে আজ মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে চিঠিটি আইন সচিবের দপ্তরে আসে। আইনমন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ‘প্রধান বিচারপতি শারীরিকভাবে অসুস্থ ও মানসিকভাবে অবসাদগ্রস্ত’। বিদেশে তাঁর বিশ্রাম প্রয়োজন। আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক দুলাল চিঠি পাওয়ার বিষয়টি সাংবাদিক জানিয়েছেন। তিনি জানান, ‘প্রধান বিচারপতি মহোদয় বহিঃবাংলাদেশে যাওয়ার জন্য রাষ্ট্রপতিকে অবহিত করে একটি চিঠি দিয়েছেন। চিঠিটি আইন মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কার্যালয়ে যাবে।’ এর আগে অস্ট্রেলিয়ার দূতাবাস প্রধান বিচারপতিকে তিন বছরেরর জন্য ভিসার অনুমোদন দিয়েছেন।
গত ২ অক্টোবর এক মাসের ছুটির আবেদন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ছুটির কারণ হিসেবে তিনি ‘অসুস্থতা’র কথা উল্লেখ করেন। কিন্তু সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি দাবি করে বলে এস কে সিনহাকে সরকার তাঁর ইচ্ছার বাইরে ছুটিতে পাঠিয়েছে। যা নজিরবিহীন। মূলত বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে করা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় গত ১ আগস্ট প্রকাশের পর থেকে মন্ত্রী-এমপিদের কঠোর সমালোচনার মুখে পড়েন প্রধান বিচারপতি। জাতীয় সংসদেও তাঁর সমালোচনা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রধান বিচারপতিকে পদ থেকে সরে যেতে বলেন।
দৈনিক দেশজনতা /এন আর