নিজস্ব প্রতিবেদক:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ ওমর ফারুখকে প্রধান করে পুনরায় পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার একথা জানানো হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়, পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের প্রধান থাকবেন ক্রীড়া সচিব।
সেক্ষেত্রে মো. আসাদুল ইসলাম মিয়া প্রধান নির্বাচক কমিশনের দায়িত্বে থাকবেন। বাকি চারজন হলেন-মো ইকরামুল হক (ডেপুটি অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট) মো শুকুর আলি (পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন, এনএসসি) ব্যারিস্টার ফাহিমুল হক, নিজাম উদ্দিন চৌধুরী সুজন (সিইও, বিসিবি)।
আজ বিসিবির সভা শেষে এক সংবাদ সম্মেলনে সভাপতি নাজমুল হাসান বলেন, ‘কমিশন স্বাধীনভাবেই নির্বাচন পরিচালনা করবে। আমরা নির্বাচন কমিশন গঠন করে এনএসসির কাছে প্রস্তাব পাঠিয়েছি। তারা অনুমোদন দিলে নির্বাচন সংক্রান্ত কাজ শুরু করা যাবে।’ উল্লেখ্য, আসছে ১৭ অক্টোবর বিসিবির বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে। এর পরই নির্বাচনের তারিখ ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
দৈনিক দেশজনতা /এমএইচ