নিজস্ব প্রতিবেদক:
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা বৈঠক স্থগিত করা হয়েছে। মঙ্গবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা ছিল। স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জোটের শরিক বাংলাদেশ আওয়ামী ন্যাশনাল পার্টির (বাংলাদেশ ন্যাপ) মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া।
তবে কেন বৈঠক স্থগিত করা হয়েছে তা তিনি জানাতে পারেননি। এদিকে আজ চট্টগ্রাম প্রেসক্লাব থেকে জোট শরিক লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরানকে আটক করা হয়।
এর আগে সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড় শহীদ জেহাদ স্কায়ারে ফুল দিতে গিয়ে আটক হন আরেক শরিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনপিডি) ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা।
এছাড়া সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমদ, নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানসহ কেন্দ্রীয় ৯ নেতাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এমন পরিস্থতিতে জোটের বৈঠক স্থগিত করা হয়েছে বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

