১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৫

গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার জন্যই জেহাদ আত্মোৎসর্গ করেছিল: খালেদা জিয়া

 

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, গণতন্ত্রকে পুন:প্রতিষ্ঠা এবং দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানোর দৃঢ়-প্রত্যয় নিয়েই জেহাদ নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ১০ অক্টোবর শহীদ জেহাদ দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এ কথা বলেন।
স্বৈরশাসক এরশাদ গণতন্ত্রকে হত্যা করেছিল উল্লেখ করে বেগম খালেদা জিয়া বলেন, সে গণতন্ত্র পনরুদ্ধারের জন্য নাজিরুদ্দিন জেহাদ আত্মোৎসর্গ করেছে। আমরা তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে না পারলে তার আত্মা কষ্ট পাবে।

ক্ষমতা জবরদখলকারী সরকার রাষ্ট্রের সকল স্তম্ভকে ধুলায় মিশিয়ে দিতে সার্বিক আক্রমণ শুরু করেছে বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বলেন, বর্তমানে ছুরিকাহত গণতন্ত্র আর্তনাদ করছে।
খালেদা জিয়া বলেন, বর্তমানে দেশের জনসাধারণের বুকের ওপর অগণতান্ত্রিক অপশক্তি ভারী পাথরের মতো চেপে বসে আছে। বিরোধী দলের নেতাকর্মী, ভিন্নমত ও বিশ্বাসের ব্যক্তিদের পাশাপাশি গুম করা হচ্ছে মানুষের বাক-ব্যক্তি ও নাগরিক স্বাধীনতা। গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে রক্ষা এবং এর বিকাশ সাধন করতে হবে, আর এজন্য আমাদের আরও সাহসী সংগ্রামে অবতীর্ণ হতে হবে। গণতন্ত্র মানে শুধুমাত্র নির্বাচন নয়, গণতন্ত্র মানে মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা। তাই শহীদ জেহাদের আত্মত্যাগের প্রেরণাকে বুকে ধারণ করেই দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত, স্বাধীনতা-সার্বভৌমত্ত্ব রক্ষা এবং গণতন্ত্র সমুন্নত রাখতে সক্ষম হবো।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ৯, ২০১৭ ৪:৫৯ অপরাহ্ণ