১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৪

অর্থনীতিতে নোবেল পেলেন রিচার্ড থ্যালার

আন্তর্জাতিক ডেস্ক:

বিহেইভিয়ারাল ইকনমি নিয়ে গবেষণায় অবদান রাখায় ২০১৭’র অর্থনীতির নোবেল পেলেন মার্কিন অধ্যাপক রিচার্ড থ্যালার। সোমবার দ্য রয়্যাল সুইডিশ একাডেমি এই ঘোষণা করে।  ইউনিভার্সিটি অফ শিকাগোর বিহেইভিয়ারাল সায়েন্স ও অর্থনীতির অধ্যাপক থ্যালার এই দুই ক্ষেত্রকে এক করে বিহেইভিয়ারাল ফিন্যান্স নামের নতুন একটি ক্ষেত্রের উদ্ভব করেন।

ড্যানিয়েল কাহনেম্যানের মতো এই ক্ষেত্রের অন্যতম তাত্ত্বিকও তিনিই। বিহেইভিয়ারাল ফিন্যান্সের অন্যতম গুরুত্বপূর্ণ পাঠ্যপুস্তক ‘মিসবিহেইভিং : দ্য মেকিং অফ বিহেইভিয়ারাল ইকনমিকস’-এর রচয়িতাও থ্যালার।নিজের তত্ত্বের মাধ্যমে অর্থনীতিবিদদের আবেগ নিয়ে কাজ করেন থ্যালার। বেশি কিছু তত্ত্বের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন ক্ষমতায় থাকা অর্থনীতিবিদদের আবেগ অনেক সময় বিশ্বের বড় বড় অর্থনৈতিক বাঁকবদলের কারণ হয়ে দাঁড়িয়েছে।

৭২ বছর বয়সী এই অধ্যাপক কেইস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি থেকে স্নাতক হওয়ার পর ইউনিভার্সিটি অফ রচেস্টার থেকে স্নাতোকোত্তর এবং ডক্টোরেট ডিগ্রি লাভ করেন। শিকাগো ইউনিভার্সিতে যোগদানের আগে তিনি জনসন গ্র্যাজুয়েট স্কুল অফ ম্যানেজমেন্টেও শিক্ষাদান করেছেন।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :অক্টোবর ৯, ২০১৭ ৫:২১ অপরাহ্ণ