১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৫

গাজা উপত্যকায় ইসরায়েলের গোলা বর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে গোলা বর্ষণ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে দেশটির দাবি, তাদের ভূ-খন্ডে ফিলিস্তিনের রকেট হামলার জবাবে তারা এ গোলা বর্ষণ করেছে।

এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, রবিবার রাতে ফিলিস্তিনি ভূ-খন্ড থেকে ইসরাইলী ভূ-খন্ড লক্ষ্য করে রকেট হামলা চালানোর চেষ্টা করা হলেও সেটি ব্যর্থ হয়ে গাজা উপত্যকায় পড়ে। ইসরায়েলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে এটি ছোঁড়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

এ ধরণের রকেট হামলায় ইসরায়েলি নাগরিকদের জীবন ঝুঁকিপূর্ণ এবং তাদের সার্বভৌমত্বের অধিকার লঙ্ঘিত হচ্ছে বলেও দাবি করেছে তারা। ফলে ইসরাইলি সামরিক বাহিনী গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে গোলা বর্ষণ করে হামাসের একটি পর্যবেক্ষণ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে। তবে এ হামলায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, ইসরাইল ও হামাস ২০০৮ সাল থেকে তিন তিনবার যুদ্ধে জড়িয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ৯, ২০১৭ ৩:৫১ অপরাহ্ণ