নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর সদর উপজেলায় ৫ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান কাঞ্চন পাটওয়ারীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তার নিজ গ্রাম রামপুর পাটওয়ারী বাড়ি থেকে সোমবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
চাঁদপুর মডেল থানার ওসি ওয়ালি উল্লাহ অলি জানান, গত ২৫ সেপ্টেম্বর ভোর সোয়া ছয়টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের গোকরা ব্রিজ সংলগ্ন এলাকা দিয়ে হাজীগঞ্জ পৌরসভার মুকিবাদ এলাকার মাহমুদ হাছান নামে এক ব্যক্তিকে গতিরোধ করে অভিযুক্ত কাঞ্চন ও তার সহযোগীরা। এ সময় তারা হাছানকে পিটিয়ে আহত করে তার কাছে থাকা ১৬ লাখ টাকা মূল্যমানের ডলার, রিয়াল ও টাকা ছিনিয়ে নিয়ে যায়।
পরে মাহমুদুল হাসান কয়েক দিন চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর গত ৬ অক্টোবর চাঁদপুর মডেল থানায় কাঞ্চন পাটওয়ারীকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। মামলা নম্বর-১০/১৭। ওসি জানান, ছিনতাইয়ের অভিযোগে কাঞ্চন পাটওয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্তের সুবিধার্থে বাকি সহযোগীদের নাম-পরিচয় বলতে চাননি তিনি।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

