১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০৭

মা-বাবার উপস্থিতিতে আত্মসমর্পণ করবেন খাদিজা

নিজস্ব প্রতিবেদক:

যশোর শহরের সেন্ট্রাল রোডে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অবস্থান করা ‘জঙ্গি’ মারজানের বোন খাদিজা আত্মসমর্পণের জন্য শর্ত দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। শর্ত অনুযায়ী আত্মসমর্পণের সময় তাঁর মা-বাবাকে ঘটনাস্থলে উপস্থিত থাকতে হবে। ইতোমধ্যে খাদিজার বাবা মাকে পাবনা থেকে যশোর আনা হয়েছে জানিয়েছেন পুলিশ সুপার এম আনিসুর রহমান।

তবে এখনো পর্যন্ত খাদিজা আত্মসমর্পণ করেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। খাদিজা রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলায় জড়িত নিহত ‘জঙ্গি’ নুরুল ইসলাম মারজানের বোন। গতকাল রোববার রাত ১০টার পর থেকে শহরের ঘোপ নওয়াপাড়া রোড জামে মসজিদের পেছনে ওই বাড়ি ঘিরে রাখা হয়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ওই বাড়িতে অবস্থানকারী নারী জঙ্গি আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেছেন। তবে তিনি একটি শর্ত দিয়েছেন। আত্মসমর্পণের সময় তাঁর মা-বাবাকে ঘটনাস্থলে উপস্থিত থাকতে হবে। এরপর খাদিজার মা-বাবাকে পাবনা থেকে যশোর আনা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ৯, ২০১৭ ৩:৪৭ অপরাহ্ণ