১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০১
Bangladesh batsman Mushfiqur Rahim leaves the ground after South Africa fielder Temba Bavuma caught him out during the second day of the second Test Match between South Africa and Bangladesh in Bloemfontein, on October 7, 2017. / AFP PHOTO / MARCO LONGARI

ইনিংস ও ২৫৪ রানে হেরে সিরিজ হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক;
প্রথম টেস্ট ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টে এক ইনিংস ও ২৫৪ রানে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে সিরিজ হারলো বাংলাদেশ।
বুমফন্টেইনে চার উইকেটে ৫৭৩ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা| জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৪৭ রানে। এ কারণে ফের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামতে হয় বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ মাত্র ১৭২ রান করতে সক্ষম হয়। ফলে বাংলাদেশকে এক ইনিংস ও ২৫৪ রানে হারিয়ে সিরিজ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।
এর আগে শনিবার বিনা উইকেটে ৭ রান করে দিনের দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। সেখান থেকেই আজ তৃতীয় দিনের খেলা শুরু হয়।  তবে দলীয় স্কোরবোর্ডে ৬ রান যোগ হতেই রাবাদার বলে ডু প্লেসিসের হাতে ধরা পড়েন সৌম্য (৩)। পরে ইমরুলের সঙ্গে জুটি বাঁধেন মুমিনুল হক। এরপর দলীয় ২৯ রানে দলের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে রাবাদার শিকার হয়ে মাঠ ছাড়েন মুমিনুল (১১)।
কিন্তু ব্যাট হাতে বাংলাদেশের কেউ হাফ সেঞ্চুরির দেখা পায়নি। দলে পক্ষে মাহমুদুল্লাহ সর্বোচ্চ ৪৩ রান করেন। এর পর ৫৩ বলে ৩২ রান করেন ইমরুল। মুশফিকুর রহিম করেন ৪৫ বলে ২৬ রান।
শনিবার চার উইকেটে ৫৭৩ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা ,।এর আগে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে প্রথম টেস্টে হেরে যায় বাংলাদেশ।

দৈনিক দেশজনতা /এন আর 

প্রকাশ :অক্টোবর ৮, ২০১৭ ৬:৩৯ অপরাহ্ণ