২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৪৫

গির্জার ফাদার অপহরণ: ছাত্রলীগ নেতা তিনদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কাকরাইলে খ্রিস্টান গির্জার ফাদার শিশির গ্যাগারিওকে অপহরণের মামলায় গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেতা সামছ কবির ওরফে সৌরভকে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রোববার গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুল হাই এ আদেশ দেন।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, ঢাকার কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথিড্রালের ফাদার শিশির গ্যাগারিওকে মুক্তিপণের দাবিতে অপহরণের মামলায় গ্রেফতার হওয়া সামছ কবির ওরফে সৌরভকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরিদর্শক আরো জানান, সৌরভকে জিজ্ঞাসাবাদের জন্য গত ৩ অক্টোবর ৫ দিনের রিমান্ড চেয়ে গাজীপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। সেদিন শুনানি শেষে আদালতের বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন আজ রিমান্ড শুনানির দিন ধার্য করেন এবং সৌরভকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনায় জড়িত অপর কাউকে রোববার পর্যন্ত আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।এদিকে, টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামছ কবির ওরফে সৌরভকে এরই মধ্যে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর   

প্রকাশ :অক্টোবর ৮, ২০১৭ ৭:০৬ অপরাহ্ণ