নিজস্ব প্রতিবেদক:
ডাটাসফট্ সিস্টেমস বাংলাদেশ লিমিটেড – এ ০২ জন এক্সিকিউটিভ, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড সাপোর্ট পদে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা:
– যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাস
– ক্ষুদ্রঋণ সংস্থায় ন্যূনতম ১/২ বছরের কাজের অভিজ্ঞতা
– ক্ষুদ্রঋণ সংস্থায় যে কোনো সফট্ওয়্যার হাতে-কলমে ব্যবহারের ১/২ বছরের অভিজ্ঞতা প্রার্থীর অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত
– ইংরেজিতে কথা বলা এবং লেখায় পারদর্শী
– ইন্টারনেট, ই-মেইল, মাইক্রোসফট্ ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল ও কম্পিউটার পরিচালনায় দক্ষ
– বাংলা ও ইংরেজিতে দ্রুত টাইপিংয়ে দক্ষ
– ব্যক্তিত্ব ও ভালো যোগাযোগ সম্পন্ন
– প্রশিক্ষণ এবং দাপ্তরিক কাজে দেশে ও দেশের বাইরে যে কোনো স্থানে যাওয়ার মানসিকতা
কর্মস্হল: ঢাকা
বেতন সীমা: যোগ্য প্রার্থীদের আকর্ষণীয় বেতন ও অন্যন্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। বছরে দুটি উৎসব ভাতা (গ্রস বেতনের ৬০% সমপরিমাণ); কন্ট্রিবিউটরি প্রভিডেন্ড ফান্ড; ভ্রমণ ভাতা (অফিস কর্তৃক নির্ধারিত); হলিডে সাপোর্ট ভাতা (অফিস কর্তৃক নির্ধারিত); প্রতি কর্ম দিবসে দুপুরের খাবার (প্রকৃত ব্যয়ের ৫০% অফিস বহন করবে)
আবেদনের শেষ তারিখ : ১৫ অক্টোবর, ২০১৭
আবেদনের নিয়মাবলী:
আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ তাদের জীবনবৃত্তান্ত carrer@datasoft-bd.com ঠিকানায় মেইল করার জন্য অনুরোধ করেছে।
মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই আবেদনকৃত পদের নাম “Executive, Implementation & Support” উল্লেখ করতে হবে।
দৈনিকদেশজনতা/ আই সি