বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান হনর নাইন বাজারে ছাড়ার পর এবার আনছে হনর নাইন আই। এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে চারটি ক্যামেরা রয়েছে। এছাড়াও এতে ফুল এইচডি প্লাস ডিসপ্লে।
যদিও হুয়াওয়ে হনর নাইন আই বলে চীনের বাজারে কোনো ফোন নেই। চীনে এই ফোনটি মেইম্যাং সিক্স নামে পরিচিত। অন্যদিকে মালয়েশিয়াতে এই ফোনটিই হুয়াওয়ে নোভা টু নামে ব্র্যান্ডিং হচ্ছে। ভারতের বাজারে ও ফোনটি আসবে বলে আভাস পাওয়া গেছে।
এটি হুয়াওয়ের প্রথম ফোন যেটাতে বেজেললেস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে আছে ৫.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x২১৬০ পিক্সেল। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯।
ফোনটিতে আছে ২.৩৬ গিগাহার্জের হুয়াওয়ের হাইসিলিকন কিরিন ৬৫৯ প্রসেসর। এতে ৪ জিবি র্যাম আছে। ফোনটিতে ৬৪ জিবি বিল্টইন মেমোরি আছে। যা বাড়িয়ে নেয়া যাবে। এতে মালি টি৮৩০-এমপি২ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট রয়েছে।
ব্যাকআপের জন্য ফোনটিতে ৩৩৪০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আছে। এটি অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত।
ফোনটির রিয়ার ও ফ্রন্টে দুইটি করে ক্যামেরা আছে।
ফোনটির মূল্য ২৭৬ ডলার।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

