নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী শফিউল্লাহ কাটা রোহিঙ্গা বস্তিতে আশ্রিত এক রোহিঙ্গা নারীকে ধর্ষণের চেষ্টাকালে ইউনিয়ন যুবলীগের সভাপতি ভুলুকে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বস্তিতে আশ্রিত এক রোহিঙ্গা নারীকে ধর্ষণের চেষ্টাকালে আইনশৃংখলাবাহিনীর সদস্যরা হাতে নাতে আটক করে পালংখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মাহাবুবুল আলমের ছেলে সোহারাব উদ্দিন ভুলু (৩০)কে।
পরে তাকে শনিবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের কার্যালয়ে হাজির করলে ভুলুকে ১ মাস ১৫দিনের সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করে। পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন জানান, আটক ভুলু ইউনিয়ন যুবলীগের সভাপতি।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

