১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১১

সুমিতের সঙ্গে ঘনিষ্ঠ হলেন কারিনা

বিনোদন ডেস্ক:

সাইফ আলি খান নয়, অভিনেতা সুমিত সঙ্গে ঘনিষ্ঠ হলেন কারিনা কাপুর খান। তবে এতে কোনও গসিপের গন্ধ নেই।

কারণ এই ঘনিষ্ঠতা রিয়েল লাইফের নয়, রিল লাইফের।

মা হওয়ার পর কারিনার প্রথম ছবি ‘ভিরে দি ওয়েডিং’। ২০১৮ সালে মুক্তি পাবে সে ছবি। ইতিমধ্যেই সিনেপ্রেমীদের মধ্যে অপেক্ষা শুরু হয়েছে। সেই সিনেমার শুটিংয়ের একটি ছবিটি লিক হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে কারিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অভিনেতা সুমিত। সেই ছবি আপাতত ভাইরাল। কারিনার পাশাপাশি এই ছবিতে দেখা যাবে সোনম কাপুরকেও।

ক্যারিয়ার তো রয়েইছে। তার পাশাপাশি তৈমুরকে নিয়েও ব্যস্ত কারিনা। সম্প্রতি সাইফ আলি খান জানিয়েছেন, তৈমুরকে আর কয়েক বছর পর বোর্ডিংয়ে পাঠিয়ে দিতে চান তিনি। আর এতে মত রয়েছে কারিনারও।

প্রকাশ :অক্টোবর ৮, ২০১৭ ১১:৩৯ পূর্বাহ্ণ