১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৬

প্রধান বিচারপতিকে দেখতে বাসায় চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক:

ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেখতে তার বাসায় গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক সজল কৃষ্ণ ব্যানার্জি।
শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সাদা রঙের একটি গাড়িতে করে তিনি প্রধান বিচারপতির বাসভবনে প্রবেশ করেন। এর আগেও এ চিকিৎসক প্রধান বিচারপতির স্বাস্থ্য পরীক্ষা করেন। সজল কৃষ্ণ বিএসএমএমইউ’র হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান।
এদিকে, শনিবার বেলা ৩টা ২০ মিনিটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে তার সরকারি বাসভবনে সাক্ষাৎ করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী। একটি সাদা গাড়িতে করে বিচারপতির বাসভবনের পূর্বদিকের গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন তিনি। পরে বিকাল ৪টা ১৪ মিনিটে পশ্চিম দিকের গেট দিয়ে বের হয়ে যান।
এর আগে শনিবার বেলা সোয়া ১২টার দিকে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (অর্থ) ফারজানা ইয়াসমিন প্রধান বিচারপতির বাসায় যান।
অন্যদিকে গতকাল শুক্রবার সকালে প্রধান বিচারপতির সঙ্গে তার বাসভবনে পৃথকভাবে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল আমিনুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার বিকেলে একমাসের ছুটিতে থাকা প্রধান বিচারপতি এসকে সিনহার সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করেন আইনমন্ত্রী আনিসুল হক। পরে এসকে সিনহা স্বস্ত্রীক ঢাকেশ্বরী মন্দিরে যান পূজায় অংশ নিতে।
অপরদিকে বৃহস্পতিবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ করেন, প্রধান বিচারপতিকে গৃহবন্দী করে রেখেছে সরকার। তার টেলিফোন নম্বরের লাইন বিচ্ছিন্ন রয়েছে। প্রধান বিচারপতির স্বজনরাও তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
এদিকেপ্রধান বিচারপতি গত মঙ্গলবার হঠাৎ করে একমাসের ছুটিতে যাওয়া নিয়ে আইনজীবী সমিতিসহ সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবীরাও বলেছেন, তাকে চাপ দিয়ে সরকার ছুটিতে যেতে বাধ্য করেছে। তাকে বিদেশে পাঠানোর ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ তুলেছেন বিএনপিসহ সরকার বিরোধীরা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ৭, ২০১৭ ৬:৫৯ অপরাহ্ণ