১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১১

রামগঞ্জে মামলার বাদীর ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর ভাংচুর

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর সোনাপুর বাজারে শনিবার দুপুরে আসামী পক্ষের লোকজন মামলার বাদীর ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাধা দিলে আসামী পক্ষের লোকজন বাদীর বাসার ভাড়াটে ভিরজা গোপাল,মা ছকিনা বেগম,আত্বীয় রোকেয়া বেগম,কাজল বেগমসহ ৫জনকে পিটিয়ে আহত করে। আহতদের স্থানীয় প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুত্রে জানায়,রামগঞ্জ পৌর সোনাপুর গ্রামের মৃত মমিনুল হকের ছেলে নুর হোসেনের মালিকানাধীন সোনাপুর মৌজার হালে ১৪০৩ দাগে ৫শতাংশ সম্পত্তির উপর বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মান করে দীর্ঘ কয়েক বছর যাবত ভোগ দখলে রয়েছে। শনিবার দুপুরে পৌর রতনপুর গ্রামের রফিক উল্যা ও সোনাপুর গ্রামের রুবেল হোসেনের নেতৃত্বে ২০/২৫জনের একটি গ্র“প ধারালো অস্ত্র ও কাঠে টুকরো নিয়ে অতর্কিত হামলা চালিয়ে বসতঘর ভাংচুর ও ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ভাংচুর করে। এসময় বাধা দিলে হামলাকারীরা বসতঘরের ভাড়াটে ভিরজা গোপালসহ ৫জনকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে থানার এস.আই মোঃ কাউছারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। নুর হোসেন পাটোয়ারী বলেন,রফিক পুর্বে একাধিক বার সম্পত্তি দখলের চেষ্টা করলে আমি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৮৩৫/১৭ মামলা করি।আদালতে কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে সম্পত্তি দখলের চেষ্টা করছে। এব্যাপারে অভিযুক্ত রফিক উল্যাহ বলেন,নারায়নপুর গ্রামের শ্রী রাধা রমন শীলে সাথে নুর হোসেন পাটোয়ারীর আদালতে রফাদফা হওয়ার পর জনৈক মোঃ আলী জিন্নাহ সম্পত্তি ক্রয় করে। চলতি বছরের ১২জানুয়ারীতে ২২২নং দলিল মুলে আমি সম্পত্তির মালিক হই। ক্রয় সুত্রে সম্পত্তির মালিক হয়ে আমি আত্মীয়-স্বজনদের সহযোগীতা নিয়ে সম্পত্তি দখলমুক্ত করতে গেলে নুর হোসেন ও তার পরিবারের সদস্যরা বেআইনী ভাবে বাধা প্রদান করে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ৭, ২০১৭ ৬:২১ অপরাহ্ণ