২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১৮

রুশ বিমান হামলায় সিরিয়ায় নিহত ১৮০ সন্ত্রাসী

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের অবস্থানে রুশ বিমান হামলায় ১৮০ সন্ত্রাসী নিহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় চালানো বিমান হামলায় নিহতদের মধ্যে কয়েক ডজন ভাড়াটে বিদেশি সন্ত্রাসী রয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেংকভ এক বিবৃতিতে আজ (শনিবার) বলেছেন, দেইর আয-যোর প্রদেশের পূর্বে আবু কামাল শহরে দায়েশের একটি অবস্থানে বিমান হামলায় মারা গেছে ৪০ সন্ত্রাসী। এসব সন্ত্রাসী তাজিকিস্তান ও ইরাকের নাগরিক ছিল। এছাড়া ওই হামলায় ধ্বংস হয়েছে সন্ত্রাসীদের সাতটি গাড়ি যাতে ভারী মেশিনগান বসানো ছিল।
দেইর আয-যোরের কাছে মায়েদিন নামে আরেকটি শহরে রুশ বিমান হামলায় মারা গেছে ৮০ সন্ত্রাসী। এর মধ্যে উত্তর ককেশাস থেকে আসা নয় সন্ত্রাসী রয়েছে। এ হামলায় সন্ত্রাসীদের ১৮টি গাড়ি ও তিনটি গোলাবারুদের ডিপো ধ্বংস হয়।
দেইর আয-যোরের দক্ষিণে অন্য এক হামলায় মারা গেছে ৬০ জন বিদেশি ভাড়াটে সন্ত্রাসী। এরা সবাই এসেছিল রাশিয়া থেকে আলাদা হয়ে যাওয়া মুসলিম দেশগুলো থেকে এবং তিউনিশিয়া ও মিশর হতে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ৭, ২০১৭ ৭:০৩ অপরাহ্ণ