১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৫

পাকিস্তান ধৈর্য ধরে অপেক্ষা করবে না: খাজা মোহাম্মদ আসিফ

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, পাকিস্তানের পরমাণু স্থাপনার বিরুদ্ধে ভারত হামলা চালালে ইসলামাবাদকে থামিয়ে রাখার কথা কেউ প্রত্যাশা করতে পারবে না।
ওয়াশিংটনের ইনস্টিটিউট অব পিসে দেয়া বক্তব্যে ভারতের প্রতি তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ভারতীয় বিমানবাহিনী বা আইএএফের প্রধান বি এস ধানোয়া বুধবার বলেছিলেন, ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের প্রয়োজন হলে পাকিস্তানের পরমাণু স্থাপনাগুলোর ওপর হামলার করবে এবং সেগুলো ধ্বংস করে দেবে তার বাহিনীর বিমান। তার এ বক্তব্যকে কেন্দ্র করে হুঁশিয়ারি উচ্চারণ করেন খাজা আসিফ। তিনি বলেন, ভারতের বিমানবাহিনীর প্রধান বলেছেন, পাকিস্তানে সার্জিক্যাল হামলা করা হবে। এ হামলা পাকিস্তানের পরমাণু স্থাপনাগুলোর বিরুদ্ধে করা হবে। যদি সত্যিই তা-ই করা হয় তবে পাকিস্তান ধৈর্য ধরে অপেক্ষা করবে এমনটি কেউ যেন প্রত্যাশা না করেন। তিনি আরো বলেন, ভারতীয় বক্তব্যের পরিপ্রেক্ষিতে এটিই পাকিস্তানের দেয়া কূটনৈতিক ভাষার জবাব।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তিন দিনের সফরে ওয়াশিংটন গেছেন। এরই মধ্যে তিনি মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল এইচ আর ম্যাকমাস্টার এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে বৈঠক করেছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ৭, ২০১৭ ১২:০৯ অপরাহ্ণ