নিজস্ব প্রতিবেদক:
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে বল প্রয়োগ করে ছুটিতে পাঠানো হয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নেতারা। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে সুপ্রিমকোট আইনজীবী সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন। আইনজীবী নেতারা বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে দেখা করতে না দেয়া প্রমাণ করে তিনি স্বেচ্ছায় ছুটিতে যাননি। সরকার তাকে বল প্রয়োগ করে ছুটিতে পাঠিয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

