১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৮

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি বিএনপিপন্থী আইনজীবীরা

পুলিশি বাধার কারণে ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিএনপিপন্থী আইনজীবীরা। তারা বলছেন, সমিতির নেতারা সুপ্রিম কোর্ট থেকে গাড়িতে করে প্রধান বিচারপতির হেয়ার রোডের বাসভবনের উদ্দেশে রওনা দিলে মৎস্য ভবনের সামনে পুলিশ তাদের আটকে দেয়। শুক্রবার বিকেলে প্রধান বিচারপতির বাসভবনে যাওয়ার পথে মৎস্য ভবনের সামনে পুলিশ তাদের আটকে দেয় বলে সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে পুলিশ বিএনপিপন্থী আইনজীবীদের এমন দাবি অস্বীকার করেছেন।

এ দিকে শুক্রবার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। এ ছাড়া সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তাদের কয়েকজন প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন। শুক্রবার প্রধান বিচারপতি সারা দিন হেয়ার রোডের বাসভবনে ছিলেন। এ সময় কয়েকজন নিকটাত্মীয় তার সঙ্গে দেখা করেন। সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এ দিকে প্রধান বিচারপতির ছুটি, অসুস্থতা সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতি তুলে ধরতে শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে আইনজীবী সমিতি।

গত বৃহস্পতিবার ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যেতে গুলশানে অবস্থিত দেশটির ভিসা সেন্টারে গিয়ে ভিসার আবেদনের জন্য তাদের বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করেন। ওই দিন বিকেলে প্রধান বিচারপতি রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজা অর্চনা করেন। এরপর থেকেই দিনভর আলোচনায় ছিল প্রধান বিচারপতি কখন অস্ট্রেলিয়া যাচ্ছেন। শুক্রবার সকাল থেকেই  বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা হেয়ার রোডস্থ প্রধান বিচারপতির বাসভবনের সামনে উপস্থিত হতে থাকেন। গওহর রিজভীর পরপরই প্রধান বিচারপতির বাসায় প্রবেশ করেন সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ। তিনি বেলা ১২টা ২০ মিনিটের দিকে বাসভবনে প্রবেশ করে ১টার দিকে বের হয়ে আসেন।

এর আগে শুক্রবার সকালে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে তার বাসভবনে যান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আমিনুল ইসলাম। তিনি সকাল ৯টা ৪০ মিনিটের দিকে একটি সাদা গাড়ি দিয়ে ভেতরে যান। বিকাল সাড়ে চারটার দিকে প্রধান বিচারপতির বাসভবন থেকে গাড়িতে করে বেরিয়ে যান তার শালিকা কৃঞ্চাসহ কয়েকজন। এর কিছুক্ষণ পর প্রধান বিচারপতির বাসভবনের সামনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কয়েকজন নেতা উপস্থিত হন। সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা উপস্থিত সাংবাদিকদের জানান, আইনজীবী সমিতির নেতারা বাসভবনে আসার পথে মৎস্য ভবনের সামনে তাদের আটকে দিয়েছে পুলিশ।

তিনি বলেন, গত বৃহস্পতিবার আমরা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে আলাপ করেছিলাম। তিনি জানিয়েছিলেন, প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে কোনো ধরনের বাধা নেই। কিন্তু আজকে আমাদের বাধা দেয়া হয়েছে। আমরা এ ঘটনার নিন্দা জানাচ্ছি। এ সময় অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা ছাড়াও গাজী কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার এহসানুর রহমান, সদস্য আয়েশা আক্তার ও আরিফা জেছমিন উপস্থিত ছিলেন।

প্রকাশ :অক্টোবর ৭, ২০১৭ ১০:১৯ পূর্বাহ্ণ