১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৭

সৌদিতে লিফট দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

দৈনিক দেশজনতা ডেস্ক:

সৌদি আরবে লিফট দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক মারা গেছেন। মারা যাওয়া প্রবাসীর নাম আব্দুল মছব্বির (৪৪)। তার বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলা করছখালী গ্রামে, পিতা মৃত আব্দুল লতিফ।

স্থানীয় সময় বুধবার দেশটির মক্কা প্রদেশের তায়েফ শহরে লিফট দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মছব্বিরের মামাতো ভাই আফতাব উদ্দিন গণমাধ্যমকে বলেন, “স্থানীয় সময় মঙ্গলবার রাতে কাজে যোগ দেওয়ার জন্য হোটেল দিবানের লিফটে করে পাঁচতলায় উঠছিলেন। এসময় তার ছিঁড়ে লিফটটি নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হন মছব্বির।

তাকে স্থানীয় মালিক বিন ফয়সল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মারা যান।মছব্বিরের লাশ তায়েফ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

জীবিকার প্রয়োজনে ৬ মাস আগে সৌদি আরবের তায়েফে এসেছিলেন মছব্বির। বাংলাদেশে তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ৬, ২০১৭ ৭:২২ অপরাহ্ণ