১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৩

নড়িয়ায় ইলিশ শিকারের দায়ে ২৭ জেলের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক:

সরকা‌রি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকারের দায়ে শরীয়তপুর নড়িয়া উপজেলায় ২৭ জেলেকে আটক করা হয়েছে। সেই সঙ্গে ১ লাখ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১ হাজার ৫০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

বুধবার রাতে নড়িয়া উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১ হাজার ৫০০ কেজি ইলিশ মাছসহ সাতাশজনকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে ২৪ জনকে দণ্ডিত করা হয়। আর ৩ জনকে জরিমানা করে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

অভিযানের নেতৃত্ব দেন নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা ও নৌ পুলিশ। পরে আটকদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা ইয়াসমিন নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত নড়িয়া মৎস্য কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে জব্দ করা ১ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জব্দকৃত ১ হাজার ৫০০ কেজি ইলিশ এতিমখানা, বিদ্যালয় ও মাদরাসার গরিব শিক্ষার্থীদের মাঝে বতিরণ করা হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ৬, ২০১৭ ৭:১৭ অপরাহ্ণ