২১শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৭

১১০টি হলে শুভ ও মাহির ‘ঢাকা অ্যাটাক’

বিনোদন ডেস্ক:

আজ মুক্তি পেয়েছে আরিফিন শুভ ও মাহিয়া মাহি অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি। ঢাকাসহ সারা দেশের ১১০টি হলে মুক্তি পেয়েছে ছবিটি। পর্যায়ক্রমে কানাডা, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাইসহ বিভিন্ন দেশের ২১টি শহরে বড় পর্দায় দেখা যাবে ছবিটি।

‘ঢাকা অ্যাটাক’ সিনেমা পরিচালনা করেছেন দীপংকর দীপন। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লি. এবং থ্রি-হুইলারস লি.। আরও অভিনয় করেছেন হাসান ইমাম, আফজাল হোসেন, এবিএম সুমন, নওশাবা এবং শতাব্দী ওয়াদুদ। বিশেষ অতিথি চরিত্রে দেখা যাবে নায়ক আলমগীর এবং শিপন মিত্রকে।

‘ঢাকা অ্যাটাক’ বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা হিসেবে সকল শ্রেণীর দর্শকের মন জয় করবে বলে বিশ্বাস ছবিটির কলাকুশলীদের। দেশীয় চলচ্চিত্রে আধুনিতার ছোঁয়া, শতভাগ মৌলিক গল্প, সর্বোচ্চ সংখ্যক তারকা অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিতি, অসম্ভব সুন্দর কিছু গান, বিশাল আয়োজনসহ আরও নানা বিষয় যুক্ত করার মধ্যদিয়ে সিনেমাটি দর্শকদের উপভোগ্য করার সর্বাত্মক প্রচেষ্টা নেয়া হয়েছে।

প্রকাশ :অক্টোবর ৬, ২০১৭ ৭:১২ অপরাহ্ণ