১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১১

হিউমিনেটি এওয়ার্ড পেলেন ফিনল্যান্ড প্রবাসী কমউিনিটি নেতা কামরুল হাসান জনি

আন্তর্জাতিক ডেস্ক:

ফিনল্যান্ড এর বাংলাদশেী কমিউনিটিতে র্দীঘদিন থেকে বিশেষ অবদান রাখায় কমিউনিটি এওয়ার্ড পেলেন ফিনল্যান্ড তথা ইউরোপের পরিচিত মুখ কামরুল হাসান জনি । গত রোববার ফ্রান্সের পিংক সিটি হিসেবে খ্যাত তুলুজে স্থানীয় একটি মরেরি হলে এ এওয়ার্ড তার হাতে তুলে দেন তুলুজ সিটি ডেপুটি মেয়র জিলানি লাহিয়নী। এওয়ার্ড প্রাপ্তরি পর কামরুল হাসান জনি তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ইউরোপের বাংলাদশেী কমিউনিটিতে এ স্বীকৃতি এখানকার সকল সংগঠন ও কমিউনিটি কর্তাদের উদ্যমী হতে উৎসাহিত করবে । এ সময় তিনি আয়োজক সংগঠন এর সভাপতি ওসমান হোসেন মনিসহ সবার প্রতি এর প্রতি কৃতজ্ঞতা জানান । কামরুল হাসান জনি আগামী দিনেও প্রবাসী বাংলাদেশীদের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রতিশ্রুতি দেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ৫, ২০১৭ ২:৪৮ অপরাহ্ণ