১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১১

কল্লোলের নতুন ছবির নায়ক কি শাকিব?

বিনোদন ডেস্ক:

বৈশাখে মুক্তি পাওয়া ‘সত্তা’ দিয়ে নিজের জাত চিনিয়েছেন হাসিবুর রেজা কল্লোল। এবার ঘোষণা দিলেন নতুন সিনেমার। এ সিনেমায়ও কি থাকছেন শাকিব খান?

এফডিসির বাংলাদেশ পরিচালক সমিতিতে বুধবার নতুন সিনেমার নাম নিবন্ধন করেন কল্লোল। অনুমতিপত্রের ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশন দেন ‘সব কথা কি মুখে বলা যায়।’ যথারীতি মন্তব্যের ঘরে প্রশ্নের পর প্রশ্ন জমা পড়েছে। কিন্তু আপাতত সিনেমাটি নিয়ে মুখ খুলতে নারাজ কল্লোল। শিগগিরই আসবে বিস্তারিত ঘোষণা।

ছবি নির্মাণের কথা প্রকাশ করলেও মুছে দিয়েছেন অনুমতিপত্রে থাকা নাম। তবে মন্তব্যের ঘরে দেখা গেল একজন লিখেছেন ‘কালপুরুষ’। ‘সত্তা’র নায়ক হিসেবে কল্লোল পেয়েছিলেন শাকিবকে। সঙ্গে ছিলেন কলকাতার নায়িকা পাওলি দাম। ওই সিনেমা মুক্তির আগেই কল্লোল জানান, পরের সিনেমার নায়ক হবেন শাকিব খান। ‘কালপুরুষ’-এও কি থাকছেন এ নায়ক? সে কথা সময়ই বলে দেবে।

‘অন্ধ নিরঙ্গম’ শিরোনামের সিনেমার মাধ্যমে ২০১১ সালে পরিচালনায় নামেন হাসিবুর রেজা কল্লোল। ওই ছবি শুধু টিভিতে দেখা গেছে। এর কয়েকবছর বিরতির পর নির্মাণ করেন ‘সত্তা’। এ ছবি নিয়ে জটিলতা কম হয়নি। তবে মুক্তির পর সিনেমাটি পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এবার দেখার পালা কল্লোলের ঝুলিতে নতুন কি চমক জমা আছে!

প্রকাশ :অক্টোবর ৫, ২০১৭ ১২:২১ অপরাহ্ণ