১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৭

ঝিনাইদহে যাত্রীবাহী বাস উল্টে আহত ৭

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে সাতজন আহত হয়েছেন। উপজেলার ঝিনাইদহ-যশোর সড়কের কেয়াবাগান নামকস্থানে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ঝিনাইদহের নলডাঙ্গা গ্রামের ছামছুল ইসলামের ছেলে পারভেজ (২৮), আরাপপুরের আমিরুল আজমের মেয়ে আফরোজা (৫৫), যশোরের সাতমাইল এলাকার সুভাস দাসের ছেলে সৌমেন (৩২), ঝিনাইদহের খালিশপুরের রবিউল ইসলামের ছেলে রিপন হোসেন (২৬) ও যশোরের পালবাড়ি এলাকার গোলাম মোস্তফার ছেলে কামরুল হাসান (৩৪)। বাকি দুজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, ঝিনাইদহ-যশোর সড়কের কেয়াবাগান নামকস্থানে রুপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে উল্টে যায়। এ সময় সাতজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রকাশ :অক্টোবর ৫, ২০১৭ ১১:০৮ পূর্বাহ্ণ